• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯

সারা দেশ

উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান প্রিন্সের

  • ''
  • প্রকাশিত ২৭ এপ্রিল ২০২৪

হালুয়াঘাট ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের হালুয়াঘাট পৌর শহরের সাধারণ পাঠাগার চত্বরে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন দলীয় নেতাকর্মী ও জনসাধারণের প্রতি প্রহসনের উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে , এই নির্বাচন সরকারের একটি ফাঁদ। ৭ জানুয়ারীর একতারফা ডামি নির্বাচন জনগণ বর্জন ও প্রত্যাখ্যান করায় সরকার বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা তলানীতে যেয়ে ঠেকেছে । এখন দলীয় মার্কা ছাড়া উপজেলা নির্বাচনে প্রার্থী সংখ্যা বাড়িয়ে সাজানো পাতানো নির্বাচন আয়োজন করে গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা আনার অপচেষ্টা করছে। তিনি বলেন একবার মার্কা দিয়ে, আরেকবার মার্কা ছাড়া নির্বাচন - এসব আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের পরিচয় বহন করে ।

এমরান সালেহ প্রিন্স আজ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । হালুয়াঘাট পৌর শহরের সাধারণ পাঠাগার চত্বরে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

প্রতিনিধি সভা শেষে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে পদযাত্রা ও জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণের কর্মসূচি থাকলেও প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে তা করা সম্ভব হয় নাই।

এর আগে সকালে ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিনিধি সভা , লিফলেট বিতরণ করা হয়।প্রতিনিধি সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে চরম কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করেছে ।আওয়ামী লীগের অধীনে স্থানীয় বা জাতীয়,কোনো নির্বাচন অবাধ ,নিরপেক্ষ,গ্রহণযোগ্য,বিশ্বাসযোগ্য হবে না।

তিনি পাড়া,ওয়ার্ড,ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে প্রহসনের উপজেলা নির্বাচন বর্জন করতে সকলের প্রতি আহ্বান জানান। সভায় তিনি আরও বলেন,আওয়ামী লীগ নেতারা জনগণকে বিভ্রান্ত করতে প্রতিদিন মিথ্যাচার করছে।নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে নিজেরা সাধু সাজতে চান। তিনি বলেন, বিএনপি নয়, দাসত্ব ও তাঁবেদারীর কলঙ্কের তীলক আওয়ামী লীগের কপালেই লেগে আছে উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষায় আওয়ামী লীগ তাঁবেদারি করছে। ওবায়দুল কাদের সাহেব নিজেই কিছুদিন আগে বলেছেন, ভারতের সহযোগিতায় তারা ৭ জানুয়ারি সাজানো পাতানো নির্বাচন করেছে। তিনি বলেন, জনগণ কোন দলকে কোন দেশের তাঁবেদার হিসেবে জানে, আওয়ামী লীগ নেতাদের তা অজানা নয়।ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বাক অধ্হঅধ্যাপক এনায়েত উল্লাহ কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায়। বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির।

যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, সদস্য আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ,আরফান আলী,আবু হাসনাত বদরুল কবির, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী , বীরমুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, আলমগীর আলম বিপ্লব, ,উপজেলা বিএনপি নেতা আবদুল হাই,মিজানুর রহমান মিজান ,হাফিজ উদ্দিন বিএসসি, আবদুস সাত্তার, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, জেলা জাসাস সভাপতি শফিকুল ইসলাম ,জেলা যুবদলের সহ সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল , উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, সদস্য সচিব আলিমুল ইসলাম,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন ,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন ,মীর্জা তায়েব, হালুয়াঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান , উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম,সদস্য সচিব আলী আজগর, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল হান্নান মন্ডল প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads